উদ্যোক্তারা বাহারী পণ্যের পসরা সাজিয়েছেন। পণ্যগুলোও আবার শীতকালীন আমেজে তৈরি, শীত নিবারণের জন্যই প্রস্তুত করা। ক্রেতা দর্শনার্থীদেরও আগ্রহ অসাধারণ। প্রতিবারের মত এবারেও রাজধানী জুড়ে নানা আয়োজনে উদ্যোক্তাদের পণ্য নিয়ে আয়োজিত হচ্ছে রঙ্গিন শীতকালীন মেলা।

রাজধানীর ধানমন্ডি ২৭ এ এবারের আয়োজনও অনেকটা তেমনই। চারুকলার এই আয়োজন এক অনন্য মাত্রা যোগ করেছে উদ্যোক্তাদের মনে। শীতকে মাথায় রেখে তৈরি পণ্য নিয়ে হাজির হয়েছে উদ্যোক্তারা।

প্রায় চল্লিশটি স্টলের সব উদ্যোক্তার মুখে হাসির ছাপ। তাদের চওড়া হাসিই বলে দিচ্ছে মেলার পরিস্থিতি। কাশফি’স এর উদ্যোক্তা কেকা এসেছেন তার তৈরি অসাধারণ সব পণ্য নিয়ে। স্টলের আশেপাশে ক্রেতাদের ভিড় ঠেলে উদ্যোক্তা বার্তাকে তিনি জানান, “খুব ভালো সাড়া পাচ্ছি এবারের মেলায়। আশা করছি, ভবিষ্যতেও অংশগ্রহণ করবো মেলায়।”

মেলায় হাতের কাজের পণ্য, নানা ধরণের শাল, ডায়েরি, বিচিত্র গহনা যেমন কাঠের গহনা, মেটালের গহনা সহ আরও রুচিসম্পন্ন সব পণ্য দিয়ে জাকজমক। এবারের মেলা চলবে আগামীকাল ২৫শে ডিসেম্বর পর্যন্ত।

মশিউর শাফী,
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here