দুই দিনব্যাপী রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে উইমেন্স অ্যান্ড ই-কমার্স ফোরাম উই’র বিভাগীয় কালারফুল ফেস্ট উদ্বোধন হয়েছে।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার জাফর বায়েজীদ।
শুক্রবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে জেলা শিল্পকলা একাডেমির মাঠে আয়োজিত ফেস্ট
রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে উদ্যোক্তারা এই মেলায় অংশ নিয়ে তাদের সেরা পণ্যগুলো প্রদর্শন করছে।
উই প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, পরিচালক শেখ লিমা কবির এবং অ্যাডভাইজর মেজর কবির সাকিব শুরুতে মেলার স্টল গুলো পরিদর্শন করেন এবং পরে শিল্পকলা অডিটোরিয়ামে এসে অনুষ্ঠানে যোগ দেন।
কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে আয়োজন টি শুরু হয়।এরপর আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উইমেন্স অ্যান্ড ই-কমার্স ফোরাম উই’র প্রতিষ্ঠাতা, পরিচালক এবং উপদেষ্টা তাদের বক্তব্য রাখেন। বক্তব্য শেষে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল হক কালার ফেস্টে অংশগ্রহনকারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতিতে ই-কমার্স বিরাট ভূমিকা রাখছে, আপনারা যারা ইতোমধ্যে উদ্যোক্তা হয়েছেন বা হতে যাচ্ছেন লক্ষ্য স্থির করে সামনে এগোলে আপনারাও দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবেন বলে আশা করছি।
রাজশাহী বিভাগের বেশকয়েকজন উদ্যোক্তা তাদের উদ্যোক্তা জীবনের গল্প সকলের মাঝে তুলে ধরেন।এরপর রাজশাহীর আট জেলার উদ্যোক্তারা তাদের নিজ ভাষায় গম্ভিরা, গান, কথায় ঐতিহ্যবাহী খাবার, স্থান ইত্যাদি সকলের সামনে উপস্থাপনের মধ্যে দিয়ে উই কালারফুল ফেস্টের প্রথম দিনের আয়োজন শেষ হয়।
উই কালারফুল ফেস্টে স্পন্সরশিপ নিয়েছিলেন ফারজানা’সক্রিয়েকশন,রিজুয়ানা’স গ্রিন,প্রকাশ বুটিক,ফওজিয়াস গার্ডেন, নুরুননাহার সহ বেশকয়েকটি প্রতিষ্ঠান।
তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা