নারী উন্নয়নের জোয়ার প্রমাণ করে দেশ কতোটা এগিয়েছে: পলক

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন নারী উন্নয়নের জোয়ার প্রমাণ করছে দেশ কতোটা সামনে এগিয়েছে।

রাজধানীর লা-মেরিডিয়ান এ আয়োজিত নারী উদ্যোক্তা বাংলাদেশ গ্রুপের আয়োজনে ‘পদ্মা ব্যাংক দ্য পাওয়ার অব ওমেন’ অ্যাওয়ার্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সেরা ২১ জন উদ্যোক্তা কে ‘পদ্মা ব্যাংক দ্যা পাওয়ার অব ওমেন’ ২০২১ প্রদান করেছে ‘নারী উদ্যোক্তা বাংলাদেশ’ নামক অনলাইন ভিত্তিক ই-কমার্স গ্রুপ।

২০২১ সালকে সামনে রেখে দেশের সেরা ২১ জন নারী উদ্যোক্তা কে সম্মাননা প্রদান করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পূর্বশর্ত হচ্ছে আমাদের মায়েদের,বোনেদের জন্য আগে আর্থিক এবং মানসিক স্বাধীনতা নিশ্চিত করা।আমাদের দেশের নারীদের উন্নয়নের এই জোয়ার প্রমাণ করে দেশ আজ কতটা সামনে এগিয়ে এসেছে।’’

প্রধান বক্তার বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেন, ‘শুধু বাংলাদেশ নয় সারাবিশ্ব নারীদের এগিয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছে যেন নারীরা সমতায় আসে এবং সবক্ষেত্রে পুরুষদের সাথে কাজ করে উন্নত পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে।’

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন বলেন, ‘আমাদের সময় নারী বলতে শুধু রান্নার কাজ করতে বলা হতো কিন্তু এখন নারীরা ঘরের বাইরে কাজ করে ঘরের,সমাজের,দেশের উন্নতিতে কাজ করছে।’

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা বাংলাদেশ’র চেয়ারম্যান রুপা আহমেদ।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত তৃতীয় লিঙ্গের সম্মানিত উদ্যোক্তা সিনথিয়া ডেইজি উদ্যোক্তা বার্তা কে তার অনুভুতি জানিয়ে বলেন, “আমাদের মতো যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে তাদের প্রত্যেকের উচিত অন্যের কাছে হাত না পেতে নিজেদের মতো কাজ করা যাতে করে আমাদের সোনার বাংলায় আর কোনো বেকার না থাকে।”

সুদুর খাগড়াছড়ি থেকে সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তা পূর্ণিমা ত্রিপুরা পিউ বলেন, ‘দেশের প্রান্তিক জনগণ এখন আরও সামনে এগিয়ে এসেছে। তারা আর পেছনে নেই।দেশের নারীরা বাইরে এগিয়ে এসেছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের সভাপতি রুপা আহমেদ উদ্যোক্তা বার্তাকে জানান, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়া কে সম্মাননা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।স্বাধীন দেশের স্বাধীন নারীরা আজ দেশের জন্য যে পরিমান কাজ করছে সেই কাজ কে সম্মাননা প্রদান করতে আমরা প্রচেষ্টা করছি।’

তিনি বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রান্তিক নারীরা এগিয়ে এসেছে তাদের বিভিন্ন উদ্যমী প্রয়াস নিয়ে যা আমাদের দেশের উন্নতি তে ভুমিকা পালন করবে।

সাকিব মাহমুদ,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here