খুলনায় গতকাল থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ‘বিসিক অনলাইন পণ্য মেলা- ২০২১’। উদ্যোক্তা পরিবার বিসিক খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন পণ্য মেলায় পণ্য প্রদর্শনী ও বিক্রয় বিক্রয়ের সুযোগ থাকছে।
বুধবার ৬ অক্টোবর সকাল ১০ টায় মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিসিকের আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার মহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) অখিল রঞ্জন তরফদার, খুলনা নাসিব’র সভাপতি মো. ইফতেখার আলী বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিসিক আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “মেলায় অংশ নিয়ে , অন্যের পণ্য সম্পর্কে জানুন, নিজের পণ্য সম্পর্কে অন্যদের জানতে সহায়তা করুন”।
দেশ অথবা দেশের বাইরে থেকে অনলাইনে উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করতে পারবেন। মেলায় স্টল বরাদ্দের জন্য কোনো ফি নেই, উদ্যোক্তাদের জন্য সম্পূর্ন বিনা মূল্যে মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মেলায় ৮৬ জন উদ্যোক্তা তাদের পণ্য দিয়ে অনলাইন স্টল সাজিয়েছেন। ৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ-মেলা আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
সাইদ হাফিজ
উদ্যোক্তা বার্তা, খুলনা