‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় দেশীয় উদ্যোক্তারা ১০ বছর কর ছাড় পাবে

0

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় দেশীয় উদ্যোক্তাদের ১০ বছর কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে তিনি এমনটাই জানিয়েছেন।

বাজেট উপস্থাপনায় তিনি বলেন, “দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে তরান্বিত করতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর”।

এ-লক্ষ্যে অটোমোবাইল, থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরও কিছু শর্তে আরও ১০ বছর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করেছেন।

এছাড়া, হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যে উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যাহতি প্রদানের প্রস্তাবও করেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “প্রস্তাবটি কার্যকর হলে উৎসাহিত হবে দেশীয় উৎপাদকরা”

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here