ঈদ উপলক্ষে অন্দরমহল বা ঘর সাজানোর পরিকল্পনা থাকে অনেকেরই। কিন্তু এই করোনা পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তার নিয়ে ভাবছেন। আগের মত বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে শপিং করার সুযোগ তো এখন আর নেই। আপনার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে oikko.com.bd।

রমজান ধামাকায় ৮ দিনব্যাপী প্রমোশনাল অফার চলবে ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে oikko.com.bd ফেসবুক পেজ ঐক্য অনলাইন শপিংয়ে ঐক্য স্টুডিও থেকে লাইভের মাধ্যমে আকর্ষণীয় সব ক্যাটাগরির এক্সক্লুসিভ সব পণ্য লাইভে ফিচারিং করা হয়েছে।

আপনারা জানেন আজকে সহ আর মাত্র ২ দিন বাকি আছে রমজান ধামাকা অফারের। যেখানে প্রতিদিনই প্রদর্শন করছে oikko.com.bd।

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের এক্সক্লুসিভ আকর্ষণীয় সব পণ্য সামগ্রী। ধীরে ধীরে সমস্ত ক্যাটাগরিগুলো প্রদর্শন করছে। সেই ধারাবাহিকতায় আজ প্রদর্শন করব একটি অন্যতম ক্যাটাগরি। এ পণ্যগুলো অত্যন্ত প্রয়োজনীয় হোম ডেকর পণ্য।

স্পিরিট অফ এসএমই নিয়ে আমাদের এই পথ চলা এবং স্পিরিট অফ এসএমই আমাদের কথা বলা। বাংলাদেশের এসএমই পণ্য আজকে শুধু বাংলাদেশেই নয় বিশ্ব দরবারে ধীরে ধীরে একটু শক্ত অবস্থান তৈরি করছে। একটা সময় হয়তো এসএমই পণ্য গ্রামগঞ্জে কিংবা আরবান এরিয়াতে কমবেশি বিক্রি হতো। কিন্তু আমাদের জাতীয় জীবনে এবং জাতীয় অর্থনীতিতে এসএমই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই উদ্যোক্তারা তাদের কাজের মাধ্যমে এবং পণ্যের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

আসলে আমাদের ঘর আমাদের শান্তির জায়গা। ঘরটা যদি একটু পরিপাটি করে সাজানো থাকে। আপনার বিছানার পাশে একটা টেবিল ল্যাম্প, আপনার টি-টেবিল একটি নান্দনিক শৈল্পিক ডিজাইন করা বাঁশের টিস্যু বক্স। কিংবা আপনার ওয়াল একটি ফ্লাওয়ার ভাস অথবা আপনার বেলকুনিতে একটি বার্ড হাউজ। আপনার শিল্পীমনের বহিঃপ্রকাশ যেমন ঘটাবে তেমনি আপনার রুচির পরিচয় বহন করবে। এই সমস্ত চমকপ্রদ নান্দনিক হোম ডেকোরেট আইটেম আজকে ফিচার করা হয়েছে।

প্রথমে এমসি হোম ডেকোরেশন পণ্যগুলো সম্পর্কে জানবেন, যেমন উড এর ডেকোর আইটেমগুলি ক্ষেত্রে সুন্দর কারুকাজ, বাঁশের ডেকোরেটিভ আইটেম এর ক্ষেত্রে নান্দনিক শৈল্পিক পরিবেশবান্ধব, জুটের ডেকোরেটরের ক্ষেত্রে জুটের ডাইভারসিফিকেশন।আরো অনেক পন্যের ডিটেলস সম্পর্কে।

ডেকোর আইটেম ছাড়াও আছে টোইস প্রদর্শন। আগে খেলার ক্ষেত্রে আমাদের চায়না পণ্যের ওপর নির্ভর করতে হতো। ধীরে ধীরে সেই পরিস্থিতির পরিবর্তন করছেন আমাদের দেশিয় উদ্যোক্তারা। এখন আমরাই ধীরে ধীরে খেলনা রপ্তানি করতে শুরু করেছি।

তারপর আপনার সোনামণির জন্য উপহার হতে পারে খেলনা, কিংবা আপনি চাইলে আপনার পরিবারের অন্য কারো বাচ্চা। আপনার বন্ধুর বাচ্চাকেও ঈদ উপহার হিসেবে পাঠাতে পারেন। সেক্ষেত্রে তার নাম এবং তার বাসার ঠিকানা দিলে পণ্যটি আমরা তার কাছে পৌঁছে দেব। আর চমক হিসেবে থাকছে ৫০ শতাংশ মূল্যছাড়। অর্থাৎ অর্ধেক দামে।

ক্রেতা সাধারণের জন্য ঐক্যের আহবান ‘এবারের ঈদের শপিং হোক নিরাপদে , ঘরে বসে, ঐক্যের সাথে’।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here