রাজধানী ঢাকার লালমাটিয়ার ডি ব্লকে আসমা আক্তার এবং সাইফুল আলম শোভনের উদ্যোগে মেহমানখানা সংস্থার মাধ্যমে গরীব, অসহায়, রিক্সাওয়ালা এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মহামারী করোনা পরিস্থিতিতে মেহমানখানা তৈরী করেছে মানবতার অনন্য উদাহরণ। রমজানের প্রতিদিন বেলা তিনটার পর দেখা যাবে মেহমানদের জন্য ভিন্ন আয়োজন। মেহমানদের ইফতারে থাকে বিভিন্ন ধরণের খাবার যেমন ছোলা-মুড়ি, শরবত, খেঁজুর, জিলাপি আর চিনি মাখানো চিড়া আর শুক্রবারে থাকে মাংস খিচুড়ি। বিকেল ৫টা থেকে শুরু হয় পার্সেল সার্ভিস, দেখা যাবে শত শত রিক্সাওয়ালা, নিম্ন আয়ের মানুষের দূরত্ব বজায় রেখে এক বিশাল লাইন।
উদ্যোক্তা সাইফুল আলম শোভন জানান, ‘এই এলাকার মানুষ আমাদের সুযোগ না করে দিলে এবং সেচ্ছাসেবীরা এগিয়ে না এলে এই কাজ কখনো সম্ভব হতো না’৷
মেহমানখানার আরেক উদ্যোক্তা আসমা আক্তার উদ্যোক্তা বার্তাকে বলেন, ‘আমরা এবার নিয়ে মোট দুই বছর যাবত এই সেবামূলক কাজ করে যাচ্ছি। এই করোনাকালে মানুষের জন্য যতটুকু সম্ভব আমি এবং আমার সহযোগীরা কিছু করতে চাই, হোক সেটা একবেলা খাবার দিয়েই’।
সাবিত আল বাশার
উদ্যোক্তা বার্তা, ঢাকা