বনলতা সেনের শহর, কাঁচা গোল্লার শহর, রাজবাড়ির শহর -নাটোরে বিসিক ঐক্য স্বাধীনতা মেলা ২০২১ এ অংশ নিয়েছেন ৭০ জন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা।
বিসিক ভবন নাটোরে ৫ মার্চ উদ্বোধন হওয়া এ মেলার আয়োজক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), ঐক্য ফাউন্ডেশন এবং পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস।
এক ঝাঁক পায়রা আর রং বেরংয়ের বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও উদ্বোধক জনাব আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল মাননীয় সংসদ সদস্য নাটোর-২,সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়াজ (পিএএ) জেলা প্রশাসক, নাটোর,বিশেষ অতিথি জনাব মোশতাক হাসান এনডিসি চেয়ারম্যান, বিসিক, জনাব শরিফুল ইসলাম রমজান চেয়ারম্যান নাটোর সদর পরিচালক, এফবিসিসিআই(বিশেষ অতিথি),জনাব প্রদীপ কুমার আগরওয়ালা, সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি নাটোর, আয়োজক জনাব দিলরুবা দিপ্তী, জেলা প্রধান বিসিক নাটোর, জনাব জাফর বায়োজিদ আঞ্চলিক পরিচালক, বিসিক, জনাব জান্নাতুল ফেরদৌস তিথি, পরিচালক, সিএসএমই বাণিজ্যিক সম্পৃক্তকরণ উইং, ঐক্য ফাউন্ডেশন (বিশেষ অতিথি ও আয়োজক), জনাব রেজবীন হাফিজ জাতীয় পুরষ্কার প্রাপ্ত উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক পিএলজি।
মাসব্যাপী বিসিক ঐক্য স্বাধীনতা মেলা ২০২১ এর ডিজিটাল মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন ও উদ্যোক্তা বার্তা ডট কম।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা