কোভিড-১৯ মোকাবিলায় সরকার নির্ধারিত চিকিৎসা প্রদানকারী হাসপাতাল ও ল্যাব সমূহের কার্যক্রম অব্যাহত রাখতে এবং নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে এনার্জিপ্যাকের ‘গ্ল্যাড স্কোয়াড’।
প্রতিকূল এ সময়ে দেশ ও মানুষের পাশে থাকতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ উদ্যোগটি গ্রহণ করেছে।
গ্ল্যাড স্কোয়াড এর দক্ষ কর্মীরা হাসপাতাল ও ল্যাব সমূহে বিনামূল্য জেনারেটর সার্ভিসিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছে গ্ল্যাড স্কোয়াডের নিবেদিত কর্মীরা।
গত ১ এপ্রিল থেকে কাজ শুরু করে গ্ল্যান্ড স্কোয়াড। তাদের এ সেবাটি সরকার নির্ধারিত হাসপাতাল ও ল্যাবসমূহে এখনও চলমান রয়েছে।
বর্তমানে এই সেবাটি পেতে সরকার নির্ধারিত কোভিড হাসপাতাল ও স্ক্রিনিং ল্যাব থেকে গ্ল্যান্ড স্কোয়াডের হটলাইন নম্বরে (০৯৬১২-১০০২০০) ফোন দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে প্লাটফর্মটির দক্ষ কর্মীরা সে সব জায়গায় হাজির হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
কোভিড-১৯ চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটি তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আরোও কিছু উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে জি-গ্যাস এলপিজি প্লান্টে সিলিন্ডার এবং সিলিন্ডার পরিবহনে নিয়োজিত সকল প্রকার বাহনকে নিয়মিত জীবানু মুক্তকরণ প্রক্রিয়াসহ স্থানীয়দের মাঝে নিরাপদ খাবার পানি ও ত্রান বিতরণ অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠানটি পথশিশু ও সুবিধাবঞ্চিতদের কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।
‘ভালো থাকুন, ভালো রাখুন এ প্রতিপাদ্যে বিশ্বাসী জি-গ্যাস বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার প্রকল্পের রান্নাঘরে স্থাপন করেছে উন্নত প্রযুক্তির এলপিজির রেটিকুলেশন সিস্টেম যা নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদেরকে বিশেষ মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করছে।
এছাড়া সাধারণ পথচারীর মাঝে মাস্ক বিতরণ, সিএনজি চালিত অটোরিক্সায় ময়লার ঝুড়ি সংযোজনসহ নানান জনসচেতনতামূলকউদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এ কর্মসূচিগুলো নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, দেশের এ সঙ্কট মোকাবিলায় সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণ করছে; একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিকূল সময়ে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। দেশের এই আপদকালীন মুহূর্তে আমাদের প্রত্যাশা কোভিড-১৯ চিকিৎসা প্রদানকালীন সময়ে হাসপাতাল ও ল্যাবগুলোর বিদ্যুৎ সরবরাহ যেনো নিরবছিন্ন থাকে। সে লক্ষ্যেই কাজ করছে আমাদের গ্ল্যাড স্কোয়াড।
তিনি বলেন, এ সঙ্কটকালীন সময়ে যে সব প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করছে তাদের সাথে যৌথভাবে কাজ করাটাও আমাদের জন্য সম্মানের।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা