চট্টগ্রামের সন্দ্বীপে করোনার সময়ে কর্মহীন হয়ে পড়া মেহনতি মানুষের পরিবারের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ।
সম্প্রতি তারা চট্টগ্রামের সন্দ্বীপ থানার রহমতপুর, হারামিয়া, মুছাপুর ও আজিমপুর ইউনিয়নের মেহনতি মানুষের পরিবারের মাঝে ১ হাজার ৩০০ পিস শাড়ী, ৩০০ পিস লুঙ্গি ও ১০০ পিস থ্রি-পিস বিতরণ করে।
এছাড়াও গত ২৫ জুন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার মেহনতি মানুষের পরিবারের মাঝে ২০০ পিস শাড়ী, ১০০ পিস লুঙ্গি ও ৫০ পিস থ্রি-পিস বিতরণ করে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, চট্টগ্রামের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট এম মহিউদ্দিন উদ্যোক্তা বার্তাকে বলেন, করোনাকালীন সময়ে মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
তিনি বলেন, এছাড়াও আমরা গত ২০ মে থেকে মোট ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছি। কোস্ট গার্ডের ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট , উদ্যোক্তা বার্তা