কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি আইসিইউ বেড ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিশেষ অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে এ সহায়তা দিল আবুল খায়ের গ্রুপ। তাদের জাকাত ফান্ড থেকে কুমিল্লার মানুষের কথা চিন্তা করে এই আইসিইউ বেড ও সরঞ্জাম প্রদান করেন।
রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদুল আলম, হাসপাতাল উন্নয়ন কমিটির সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ৫টি আইসিইউ বেডসহ যাবতীয় সরঞ্জাম গ্রহণ করেন।
৫টি আইসিইউ বেডসহ যাবতীয় সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো. শাহ আলম মজুমদার, আলতাফ হোসেন, মো. মোবাশ্বের হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল আউয়াল সোহেলসহ অন্যান্যরা।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা