সিলেটের সীমান্তবর্তী এলাকায় মেহনতি মানুষের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে উদ্যোক্তা বার্তাকে বলেন, শনিবার বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত দ্বিতীয় ধাপের খাদ্য সামগ্রী আমাদের ব্যাটালিয়নের অধীনস্থ বিয়ানী বাজার,জুড়ী ও বড়লেখা উপজেলার আওতাধীন ১৫টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত এক হাজারটি অসহায় মেহনতি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল এবং ৫০০ গ্রাম লবণ ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত জনসাধারণ বিদ্যানন্দ ও বিজিবির এই কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here