ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ভাইরোলজি বিভাগকে সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
সম্প্রতি ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর সভাপতি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন ও ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর সুলতানা শাহানা বানুর হাতে উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় ত্রিমাত্রিক-৩০ বিসিএস’র সম্পাদক ৩০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডা. মো. লতিফুল বারী, টিটিবি সদস্য ডা. মোস্তফা কামাল আরেফিন, ডা. গওসুল আযম, টিটিবি সদস্য ৩০ তম বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়নের সহকারী অধ্যাপক মো. আবদুল কাদের উপস্থিত ছিলেন।
দেশের এই প্রেক্ষাপটে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ এর ৭ জন ডাক্তার ও সংগঠন, স্বাস্থ্য বিষয়ক যেকোন পরামর্শ, সহযোগিতা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির ব্যাপারে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এতে ঢাকা মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ এর সুরক্ষা সামগ্রী উপহারের জন্য কৃতজ্ঞতা জানান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা