করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছে বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়রের হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির সভাপতি জিএফএম হাসনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহাত পারভেজ। এ সময় মেয়র তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুদানের অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি নাইমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম সোহেল, অর্থ সম্পাদক মোজাফফর হোসেন, বিএমডিএ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক সোহবার হোসেন দিপু প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here