৪র্থ বাংলাদেশ আন্তর্জাতিক পাট ও হস্তশিল্প বাণিজ্য মেলা শুরু ৫ অক্টোবর

0

রপ্তানি উন্নয়ন ব্যূরো ও বাংলাক্রাফট এর যৌথ উদ্যোগে পূর্বাচল শহর প্রকল্পের চার নম্বর সেক্টরে নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৩ ‘চতুর্থ বাংলাদেশ আন্তর্জাতিক পাট ও হস্তশিল্প বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হবে৷

মেলায় স্টল/বুথ গ্রহণে আগ্রহী দেশী বিদেশি, সরকারি-বেসরকারি সংস্থা/ফার্ম, কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আবেদনপত্র সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যাদি রপ্তানি উন্নয়ন ব্যূরোর মেলা ও প্রদর্শনী বিভাগ হতে সংগ্রহ অথবা মেলা সংক্রান্ত ওয়েবসাইট www.bcraftexpo.com হতে ডাউনলোড করা যাবে।

স্থানীয় অংশগ্রহণকারী সংস্থা/প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা আবেদনপত্র এবং অংশগ্রহণ ফি (আবেদনপত্রে উল্লেখিত)
‘4th Bangladesh International Jute and Handicraft Trade Fair-2023 শিরোনামে (হিসাব নং ০৫৫১৩৬০০০০৩৬১, সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ, নিউ ইস্কাটন শাখা) জমা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here