হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালে - ২০১৯

মিহি সুতার বুননে এক অনবদ্য সৃষ্টি, যার নাম জামদানী। বিশ্বের আর কোথাও নেই যে জামদানী, ঠিক সেই জামদানীই তৈরী হয় আমাদের বাংলাদেশে। ঐতিহ্য কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ জামদানী একমাত্র বাংলাদেশের তাঁতেই বোনা হয়।

তাঁতীরা নানান সব রঙে আর নকশায় মিহি সুতার বুননে ফুটিয়ে তোলেন বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই জামদানী৷ এর নানান নকশায় আছে পান্না হাজার, দুবলি জাল, বুটিদার, তেরছা, জালার, ডুরিয়া, চারকোণা, ময়ূর প্যাঁচ, কলমিলতা, পুঁইলতা, কচুপাতা, কাটিহার, কলকা পাড়, আঙুরলতা, সন্দেশ পাড়, প্রজাপতি পাড়, দুর্বা পাড়, শাপলাফুল, বাঘনলি, জুঁইবুটি, শাল পাড়, চন্দ্র পাড়, চন্দ্রহার, হংস, ঝুমকা, কাউয়ার ঠ্যাঙা পাড়, চালতা পাড়, ইঞ্চি পাড় ও বিলাই আড়াকুল নকশা, কচুপাতা পাড়, বাড়গাট পাড়, করলাপাড়, গিলা পাড়, কলসফুল, মুরালি জাল, কচি পাড়, মিহিন পাড়, কাঁকড়া পাড়, শামুকবুটি, প্রজাপতি বুটি, বেলপাতা পাড়, জবাফুল, বাদুড় পাখি পাড় ইত্যাদি।

হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ঢাকা, সোনারগাঁও, ধামরাই, তিতাবাড়ি, জঙ্গলবাড়ি, বাজিতপুর তাঁতীদের বোনা প্রসিদ্ধ সব জামদানী।

হেরিটেজ হ্যান্ডলুমে তাঁতীদের কাছে জামদানীর অজানা নানান কথা জানার পর এর ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি এর বিলুপ্তিরোধেও ভূমিকা পালন করবেন সকলে। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য জামদানীর প্রদর্শনী শেকড়মুখী করবে সকল প্রজন্মের দর্শনার্থীদের।

 

সাদিয়া রশ্নি সূচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here