স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেলেন ইপি’র ১৫ উদ্যোক্তা

0

স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর এডমিন রনি রহমানসহ ইপি’র আরো ১৪ সফল নারী উদ্যোক্তা।

১৯ জুন (সোমবার) ‘স্বাধীনতা সংসদ’ এর উদ্যোগে সংগঠনের ৩২ বছর পূর্তি উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলার দাদা ভাই মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়।

স্বাধীনতা সংসদ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুণ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম; দ্যা ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন; ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক জাতীয় ফুটবল তারকা কায়সার হামিদ; ইপি- উদ্যোক্তা প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা রনি রহমানসহ বিশিষ্টজনেরা।

নারী উদ্যোক্তাবান্ধব এফ কমার্স প্ল্যাটফর্ম Entrepreneur and E-commerce Platform(EP)- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা এডমিন রনি রহমান উদ্যোক্তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ভেতর এগিয়ে নিতে ২০২১ সালের ২৫ জানুয়ারি ফেসবুকে শুরু করেন উদ্যোক্তাদের নিয়ে কাজ। বর্তমানে ইপির অনলাইন সংগঠনে সদস্য সংখ্যা ১ লাখ ৫৮ হাজার। প্রায় ২৫ হাজার উদ্যোক্তা এখানে রয়েছেন। বাংলাদেশব্যাপী বর্তমানে অনলাইনের পাশাপাশি অফলাইনে উদ্যোক্তা মিটাপ ও মেলার মাধ্যমে কাজ করছেন তারা।

ইপি -উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর অত্যন্ত মেধাবী ও দক্ষ ২৬ জন মডারেটর রয়েছেন। ৬৪ জেলায় ৬৯ জন জেলা প্রতিনিধি এবং ১৪৯ জন সহ-প্রতিনিধি রয়েছেন।

‘স্বাধীনতা সংসদ’ এর ৩২তম বর্ষপূর্তি উপলক্ষে এডমিন রনি রহমানকে স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৩ এ বর্ষসেরা ই- বিজনেস উদ্যোক্তা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও ইপি- উদ্যোক্তা প্লাটফর্মের আরো ১৪ জনকে সফল নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সফল নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন ইপির নুসরাত জাহান, শিরিন সুলতানা তুলি, তাজমিনা আক্তার রুমা, নুরজাহান আমিন, সালমা আক্তার, উর্মি শিমুল, আফরোজা খাতুন অধরা, সাহেরা খাতুন আইরিন, শারমিন সাত্তার অবনী, মোনালিসা রহমান, ইলোরা মোস্তাফি রীমা, খুশী খন্দকার, সালমা রহমান এবং ডঃ মৌসুমী ভদ্র।

ইপির এডমিন রনি রহমান বলেন, ‘যেকোন অ্যাওয়ার্ড কাজের গতি বাড়িয়ে দেয়, কাজ করার অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতে আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে, আমরা তৃণমূল নারীদের এগিয়ে নিয়ে আসতে চাই। বিভিন্ন প্রশিক্ষণ এর মাধ্যমে উদ্যোক্তাদের আরও দক্ষ করে গড়ে তুলব।’

তিনি বলেন: আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজস্ব কুরিয়ার, সারা বাংলাদেশ অফলাইন মেলা, বিভাগীয় শহরে ইপি সেল সেন্টার, নিজস্ব ই – কমার্স, এক্সপোর্টসহ ৩০ টি পরিকল্পনা আছে। এসব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here