সোশ্যাল মিডিয়া জায়ান্টদের বিরুদ্ধে ৳৫২৫ মিলিয়ন ডলারের মামলা করল ব্রাজিল

0

ব্রাজিলের একটি ভোক্তা অধিকার গ্রুপ $৫২৫ মিলিয়ন ডলার জরিমানা চেয়ে দুটি মামলা করেছে টিকটক, কোয়াই (Kwai), এবং মেটা প্ল্যাটফর্মের ব্রাজিল শাখার বিরুদ্ধে।

রয়টার্সের পর্যালোচনায় প্রাথমিক আবেদনের ভিত্তিতে, শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমগুলোর অবাধ, অযাচিত ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করতে ব্যর্থ হওয়ার অভিযোগে এ মামলা করা হয়।
ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক মাসব্যাপী বিতর্কের পর X এর মালিক ইলন মাস্ককে ব্রাজিলিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতির নির্দেশে X-কে বড় অংকের জরিমানা ধার্য করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, উক্ত কোম্পানি গুলোকে পরিপূর্ণ তথ্য সংরক্ষণ নীতিমালা তৈরি করতে হবে এবং প্ল্যাটফর্মের আসক্তির কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জানাতে হবে। শিশু ও কিশোরদের অনিয়ন্ত্রিত ও অবাধ সামাজিক মাধ্যম ব্যবহারের সম্ভাব্য ক্ষতি নিয়ে একটি গবেষণা সিরিজের উপর ভিত্তি করে মামলাগুলো করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী লিলিয়ান স্যালগ্যাদোর মতে, অধিকতর নিরাপদ ও স্বাস্থ্যকরভাবে এ মাধ্যমগুলো ব্যবহার করতে হলে উন্নত দেশের মতন এখনই ব্যবস্থা নিতে হবে। অ্যালগরিদমের কাজের পদ্ধতি, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রক্রিয়া করা এবং ১৩ বছর থেকে এর অধিক অপ্রাপ্তবয়সী কিশোরদের একাউন্ট তদারকি এবং তাদের একাউন্ট তৈরির পদ্ধতি পরিবর্তনে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার।

একদিকে মেটা এক বিবৃতিতে জানিয়েছে, মেটার অ্যাপ্সে তরুণরা নিরাপদ এবং বয়স উপযোগী কনটেন্ট দেখতে পাক, এটাই তাদের চাওয়া। তারা এক দশকের বেশি সময় ধরে এর উপরে কাজ করছে। তারা ৫০টির বেশি টুল ডেভেলপ এবং টিনেজার ও অভিভাবকদের সাপোর্ট করতে ফিচার ডেভেলপে কাজ করে যাচ্ছে।

ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এর মালিকানাধীন কোম্পানি সম্প্রতি ইন্সটাগ্রামে একটি টিন (Teen) একাউন্ট ঘোষণা করেছে যা খুব শীঘ্রই ব্রাজিলে শুরু হবে এবং কোম্পানি এও প্রতিজ্ঞা করেছে এই একাউন্ট অটোমেটিকভাবে টিনেজারদের যে অ্যাকাউন্টগুলো দেখার অনুমতি আছে এবং যেসব ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করতে পারে তার সীমা নির্ধারণ করে দেবে।

টিকটক বলেছে, তারা এরকম কোনো কেস সম্পর্কে আইনি নোটিশ পায় নি। অপরদিকে শর্ট ভিডিও পোস্ট করার জনপ্রিয় সাইট Kwai জানিয়েছে, “ব্যবহারকারী বিশেষত শিশু-কিশোর/ অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে অগ্রাধিকার।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here