সিওক হেলথকেয়ার ও অ্যাপোলো ব্যাঙ্গালো এর আয়োজনে স্বাস্থ্য বিষয়ক সাইন্টিফিক সেমিনার

0

ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত অ্যাপোলোর ইনফরমেশন সেন্টার সিওক হেলথকেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের স্বাস্থ্য বিষয়ক সেমিনার।

৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এবং ৯ সেপ্টেম্বর শনিবার ক্যাডেট কলেজ ক্লাবে সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পৃথক দুটি সিএমই প্রোগ্রাম বা স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য বিষয়ক এই সেমিনারে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের অ্যাপোলো হসপিটালের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকগন ও চিকিৎসা সেবার সাথে সরাসরি জড়িত প্রায় শতাধিক ব্যাক্তিবর্গ সেমিনারে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোরের নাক কান গলা বিভাগের সিনিয়র সার্জন প্রফেসর ডাঃ সতিশ নায়ার এবং নিওরো সার্জান (ব্রেন ও স্পাইন) বিভাগের বিশেষজ্ঞ ডাঃ শচীন জিআর উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারে প্রফেসর ডাক্তার সতিশ নায়ার নাক, কান, গলার বিভিন্ন সমস্যা ও এর থেকে প্রতিকারের বিভিন্ন উপায় সমূহ আলোচনা করেন এবং ডাক্তার শচীন জিআর ব্রেন ও স্পাইনের বিভিন্ন জটিলতা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আরোগ্য লাভের বিষয়সমূহ সম্পর্কে আলোকপাত করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিওক হেলথকেয়ারের সহ- প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা। তিনি বলেন, বাংলাদেশের রোগীদের সেবা ও সহযোগিতায় জন্য অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোরের যেকোনো ধরনের তথ্য এখন ঢাকা বসুন্ধরার অ্যাপোলো ইনফরমেশন সেন্টার থেকেই পাওয়া যাচ্ছে। ভিডিও কল, টেলিকনফারেন্সসহ প্রাথমিক সব চিকিৎসা সুবিধা বাংলাদেশী রোগীদের নাগালের মধ্যেই রেখেছে সিওক হেলথকেয়ার। এর ফলে চিকিৎসাপ্রার্থীরা পূর্বেই প্রস্তুতি নিয়ে সেখানে যেতে পারছেন এবং চিকিৎসা সেবা নিতে পারছেন ।

এছাড়াও ফারহানা হাসনা আরো জানান : সিওক হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা বিষয়ে যাবতীয় সার্বিক সহযোগিতা যেমন : হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, হোটেল টু এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ অব, ভিসা,ইনভাইটেশন লেটার ব্যবস্থা করন ও টেলিমেডিসিন সহ সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, অ্যাপোলো ইনফরমেশন সেন্টার সিওক হেলথকেয়ার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে আঞ্চলিক ব্রাঞ্চ বা অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রয়েছে, যা সিওক হেলথকেয়ারের মাধ্যমে পরিচালিত হয়।

আফসানা অভি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here