সিএমএসএমই উদ্যোক্তাদের নিয়ে বন্যার্তদের পাশে ঐক্য ফাউন্ডেশন

0

ভারী বৃষ্টিপাতে ও ভারতীয় পানির ঢলে ভেসে যাওয়া দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ মানবেতর জীবন যাপন করছে। ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালীসহ ১০টির মতো জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দি। ঠিকমতো খাবার পাচ্ছে না। বিশুদ্ধ পানি আর খাবারের সংকটে মানবিক বিপর্যয়ে মুখোমুখি তারা। পানিবন্দি হয়ে আছে লাখ লাখ মানুষ। সীমাহীন কষ্টে দিন কাটানো এসব বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে উদ্যোক্তা সংগঠন ‘ঐক্য ফাউন্ডেশন’।

বাংলাদেশের সকল কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় সংগঠনটি। সকলকে প্রয়োজনীয় শুকনা খাবার, জরুরি ঔষধ, ওরস্যালাইন, পানি শুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ খাবার পানি, শুকনা কাপড়সহ প্রয়োজনীয় জিনিস সরাসরি অথবা আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানায় ঐক্য ফাউন্ডেশন৷

অর্থ সহায়তা এবং যেকোনো প্রয়োজনে Oikko Foundation এর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/share/yTAdWSsP2xZtNWHY/?mibextid=qi2Omg এ যোগাযোগ করে বিস্তারিত জেনে নেয়া যাবে অথবা 01711566166 নম্বরে বিকাশের মাধ্যমে অর্থ সহযোগিতা করা যাবে৷

২০১৯ সাল থেকে ঐক্য ফাউন্ডেশন দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় দেশের এই দূর্যোগে সিএমএসএমই উদ্যোক্তাদের নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ঐক্য ফাউন্ডেশন।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here