সাত ক্যাটাগরিতে তেইশ উদ্যোক্তাকে সম্মাননা শিল্প মন্ত্রণালয়ের

0

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরষ্কার ২০২০”। সাতটি ক্যাটাগরিতে মোট ২৩জন উদ্যোক্তাকে পুরষ্কৃত করা হয় শিল্প ও ব্যবসায়ী খাতে অনবদ্য অবদান রাখার জন্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আজ এই আয়োজনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব কামাল আহমেদ মজুমদার, এমপি, শিল্প প্রতিমন্ত্রী, এফবিসিসিআই এর সম্মানিত প্রেসিডেন্ট মো: জসীম উদ্দীন। উক্ত সম্মাননা বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব জাকিয়া সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনীতিকরা।

বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাইক্রো শিল্প, হস্ত ও কারু শিল্প, হাইটেক শিল্প এই সাতটি ক্যাটাগরিতে সম্মাননা পান উদ্যোক্তারা। উদ্যোক্তারা অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত। তারা মনে করেন এধরণের পুরষ্কার উদ্যোক্তাদের পরবর্তীতে আরও উদ্যোমী হতে অনুপ্রাণিত করবে।

আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা আমানউল্লাহ আমান ছোট শিশুদের খেলনা জাতীয় পণ্য উৎপাদন করেন। তিনি এবারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরষ্কার ২০২০ এ ক্ষুদ্র শিল্পে প্রথম স্থান অর্জন করেন। তিনি বলেন, “বর্তমানে সরকারী পর্যায় থেকে এই যে উদ্যোক্তাদের সম্মান করা হচ্ছে, এতে উদ্যোক্তারা অনেক অনুপ্রেরণা পাচ্ছে। নতুন উদ্যোক্তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সাহস পাবে এভাবেই।”

সারাদেশের সফল ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে শিল্প মন্ত্রণালয়ের পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন মাননীয় মন্ত্রী। তিনি জানান, রূপকল্প ২০৪১ বাস্তবায়নের পথে এই উদ্যোক্তাদেরই তাদের ব্যবসা নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই বেকারত্ব নিরসন হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও তাদের বক্তব্যে পুরষ্কারপ্রাপ্তদের অনুপ্রেরণা দেন যাতে তারা ভবিষ্যতে আরও পূর্ণ উদ্যোমে এগিয়ে যায়।

মশিউর শাফী
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here