`সম্পূর্ণা বিডি’ উদ‍্যোক্তা মেলা

0

দেশীয় পণ্য নিয়ে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের ডব্লিউভিএ মিলনায়তনে চলছে ‘সম্পূর্ণা বিডি’ উদ‍্যোক্তা মেলা । বিভিন্ন পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন ২১ জন উদ্যোক্তা। দু’দিনের মেলার আজ সোমবার শেষদিন।

সম্পূর্ণা বিডি উদ্যোক্তা মেলা-২২ এর আয়োজন করেন সম্পূর্ণা বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুব্রত দে এবং সহ-চেয়ারম্যান, নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী হাসিনা আনছার।

১৬ অক্টোবর রবিবার সকালে সম্পূর্ণা বিডির নারী উদ্যোক্তাদের মিলনমেলার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন আলোকিত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান শারমিন সেলিম তুলি।

সম্পূর্ণা বিডি উদ‍্যোক্তা মেলার সহ-চ‍েয়ারম‍্যান হাসিনা আনছার বলেন: সম্পূর্ণা বিডির চ‍েয়ারম‍্যান সুব্রত দেসহ আমরা আয়োজকরা সকাল থেকেই মেলায় আছি। মেলায় ২১ জন উদ‍্যোক্তা বিভিন্ন ধরনের পণ্যের পাশাপাশি বিভিন্ন রকমের খাবার রেখেছেন। এ খাবারগুলো ঐতিহ্যবাহী যার মধ্যে দেড়শ বছরের আগের পিঠাও আছে, যার রেসিপি বিলুপ্তির পথে । ক্রেতারা মেলায় এসে তা উপভোগ করতে পারবেন।

তিনি জানান, সম্পূর্ণা বিডি থেকে তারা এখন থেকে প্রতি মাসেই উদ‍্যোক্তাদের নিয়ে এরকম মেলার আয়োজন করবেন যাতে উদ‍্যোক্তারা তাদের পণ্য মেলায় প্রদর্শনের পাশাপাশি ক্রেতার কাছাকাছি থাকতে পারেন।

মেলায় উদ্যোক্তারা দেশীয় শাড়ি, কামিজ, থ্রিপিস, বিছানার চাদর, বাচ্চাদের জামা, পাঞ্জাবি, কসমেটিকস, জুয়েলারি, পাটজাত পণ্য, শো পিস, গিফ্ট আইটেম, ঐতিহ‍্যবাহী পিঠা, আচার এবং ঘরে তৈরি নানা খাবার নিয়ে অংশগ্রহণ করেছেন ।

১৬ এবং ১৭ অক্টোবর মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।

আফসানা অভি
উদ‍্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here