পুরস্কার গ্রহণ করছেন আলীমুল এহছান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ এবং একশন এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘শোভন কাজের (Decent Work) সেরা অনুশীলনকারী পুরস্কার-২০২০’-এর ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড

আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ-এর সভাপতি ও ‘শোভন কাজের (Decent Work) সেরা অনুশীলনকারী পুরস্কার-২০২০’-এর সিআইপি মির্জা নুরুল গণীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ( এনডিসি)-এর চেয়ারম্যান মো. মোসতাক হাসান, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, একশন এইড বাংলাদেশ-এর পরিচালক আসগর আলী সাবরি প্রমুখ।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here