শেষ হলো জমজমাট কুরবানি ঈদ এক্সিবিশন

0

উদ্যোক্তাদের তৈরি ফ্যাশন সামগ্রী নিয়ে রাজধানীর গুলশান সিক্স সিজন হোটেল মেজ ইভেন্ট প্রেজেন্টস কুরবানি ঈদ এক্সিবিশন হয়েছে। শনিবার শেষ হওয়া দু’দিনের মেলায় বাংলাদেশের সেরা সব ব্র্যান্ডের পণ্য এক ছাদের নীচে প্রদর্শন করা হয়।

তরুণ উদ্যোক্তাদের নিয়ে মেলাটির আয়োজন করেন মাহিনুর ফাইরুজ, জারিন তাসনিম এবং আজমাইন ফাইরুজ।

মাহিনুর ফাইরুজ উদ্যোক্তা বার্তাকে জানান, তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে প্রদর্শনের পাশাপাশি তাদেরকে আরো উৎসাহী করতে মেলাটির আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হচ্ছে পণ্য উন্নয়ন ও পণ্যের বাজার সৃষ্টি। আর পণ্যের বাজার সৃষ্টির অন্যতম প্রধান কৌশল হচ্ছে উদ্যোক্তাদের মেলার আয়োজন ও মেলায় অংশগ্রহণ।’

মেলা ঘুরে দেখা গেছে, নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে প্রায় সকল প্রকার বিলাসী পণ্যও স্থান করে নিয়েছে। তবে মেলায় হাতে তৈরি দেশি শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও জুয়েলারি বেশি নজর কেড়েছে ক্রেতাদের।

এছাড়াও শাড়ি ও গহনা থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবিসহ নানা পণ্যের সমাহার ছিল মেলায়। পবিত্র ঈদুল আযহাকে সামন রেখে প্রদর্শনীতে ব্র্যান্ডগুলো তাদের এক্সক্লুসিভ ঈদ ডিজাইনও লঞ্চ করেছে।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here