আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ৭ দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু হতে যাচ্ছে।
“উদ্যোক্তা হাট” শুভ উদ্বোধন হচ্ছে আজ দুপুর ২টায় এবং চলবে আগামী ১২ মে ২০২১ পর্যন্ত।
বিসিক উদ্যোক্তা ফোরাম, ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডসের যৌথ সহযোগিতায় এ হাটের আয়োজন করেছে বিসিক।
পিপলস ফুটওয়্যারের সত্ত্বাধিকারী রেজবিন হাফিজ বলেন, বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তা হাটের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিক মহাব্যবস্থাপক ও স্কিটি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল আলম।
উদ্যোক্তা হাটের স্টলগুলতে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রিপিস ও মধুসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজাবেন উদ্যোক্তারা।
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।
ক্রেতা সাধারণকে উক্ত হাটে স্বাস্থ্যবিধি মেনে উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য ক্রয়ের আহ্বান জানাচ্ছে বিসিক কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা