ওয়েবসাইট ছাড়া কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া বিশেষত এফ কমার্স অর্থাৎ ফেসবুক ব্যবহার করে উদ্যোক্তা হওয়া যায় সে ব্যাপারে বক্তব্য রাখলেন উই সামিটের সম্মানিত বক্তা এস এম বেলাল উদ্দিন।
বর্তমান সময়ের জনপ্রিয় মার্কেট প্লেস হলো ফেসবুক কারন এখানে আমাদের দেশের বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। সেই জায়গা থেকে উই সামিট এর প্রথম দিনের সম্মানিত বক্তা সবাইকে এফ কমার্স এর ব্যাপারে অবগত করেন।

অনেকেই এই অনলাইন জগতে নিজেদের মার্কেটিং এবং প্রোমোশন বা প্রচার এর অভাবে নিজেদের ব্যবসা কে বেশিদুর এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন মাঝে মাঝে। অনেকেই ভাবেন এখন নিজেদের ওয়েবসাইট না থাকলে ব্যবসা করা অনেক কঠিন বা অসম্ভব। আবার অনেকেই এখন সোশ্যাল মিডিয়া প্রমোশনের অভাবে নিজেদের ব্যবসা বা উদ্যোগ কে নিয়ে বেশিদুর যেতে পারে না। আবার অনেকেই নিজেদের পণ্যের প্রচার করার সঠিক উপায় বের করতে পারেন না। তাদের সবার জন্য সঠিক উপায়ে এবং সহজ উপায়ে উদ্যোগের প্রচার করার উপায় সম্পর্কে জানান আজকের অতিথি বক্তা। তিনি বলেন, ” পৃথিবীর বেশিরভাগ মানুষ এখন ফেসবুকে সময় কাটায় বা আমাদের বেশিরভাগ তথ্য ফেসবুক সংরক্ষন করে যেখান থেকে তারা পরবর্তীতে ব্যবহার করে আপনার ব্যবসা কে প্রসারে সাহায্য করতে পারে। আর এখন সবাই ফেসবুক এর মাধ্যমে নিজেদের পেইজ, গ্রুপ ব্যবহার করে অনেক দূর এগিয়ে যেতে পারে। ” তিনি আরও বলেন, ” হতাশা কখনও একটা উদ্যোগ কে থামিয়ে রাখতে পারে না। ফেসবুক যখন হাতে আছে সেটার মার্কেট প্লেস ব্যবহার করে এগিয়ে যেতে পারেন আপনারা। “

এছাড়াও তিনি বিভিন্ন উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেন এবং তার সেশনের মাধ্যমে উদ্যোক্তারা ভরসা পান এফ কমার্সে যাওয়ার জন্য। এরপর তিনি একটি বাস্তবধর্মী সেশন নেওয়ার মাধ্যমে এফ কমার্স-এর সকল প্রকার সমস্যা এবং তার সমাধান তুলে ধরেন।
এরপর অতিথির দেওয়া বক্তব্য এবং সাহসের মাধ্যমে এফ কমার্সের প্রতি সামিটে উপস্থিত মানুষের বেশ আগ্রহ এবং সাড়া লক্ষ্য করা যায়। উদ্যোক্তারা সর্বদাই দেশের সম্পদ। তাদের উত্তরোত্তর উন্নয়নে দেশের উন্নয়ন নির্ভর করবে তাই তাদের এই ব্যতিক্রমী দিকে যাওয়া অবশ্যই দেশের জন্য মঙ্গলকর হবে।
সাকিব মাহমুদ,
উদ্যোক্তা বার্তা