ঢাকার আমিন বাজারের কাছে ভাকুর্তা চুনারচরে ৩ বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে উল্লাস উদ্যোক্তা রিসোর্ট। এই রিসোর্টের একটি শেয়ার নিলে রিসোর্টের একজন মালিক হওয়া যাবে।

রিসোর্টের এই উদ্যোগের প্রধান হিসেবে উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওই মন্ত্রণালয়েল সচিব মোঃ আখতার হোসেন, অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার ও মোঃ আজহারুল ইসলাম খান।

উল্লাস উদ্যোক্তা রিসোর্টের ওভারভিউ প্রেজেন্টেশন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই উদ্যোগে অনেক আনন্দ প্রকাশ করে বলেন, যারা একত্রিত হয়ে এই অরগানাইজেশন গঠন করেছেন তাদেরকে অত্যন্ত শুভ কামনা এবং যারা স্বপ্ন দেখে বাস্তবায়ন শুরু করেছেন তাদের প্রতি অসংখ্য ভালবাসা।

অনুষ্ঠানে অতিথিরা ‘উল্লাস উদ্যোক্তা রিসোর্ট’ স্থাপন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

এর একজন উদ্যোক্তা হাসিনা মুক্তা জানান, একজন একাধিক শেয়ার নিতে পারবেন। এর বিনিময়ে একজন শেয়ার মালিক পাবেন বছরে ২ দিন ফ্রী থাকার সুযোগ। এছাড়া তার রেফারেন্সে কেউ বুকিং দিলে তিনি পাবেন ২০ শতাংশ অংশ অথবা চাইলে ২০ শতাংশ ডিসকাউন্ট দিতে পারবেন। আর বছর শেষে একটি শেয়ারের জন্য পেতে পারেন আনুমানিক বিশ হাজার টাকা মুনাফা।

উল্লাস উদ্যোক্তা রিসোর্টের অরগানাইজেশন টিম জানান, উদ্যোক্তারা একত্রে রিসোর্ট করার উদ্যোগ নিয়েছেন। রিসোর্টে প্রত্যেকটা শেয়ার ১ লাখ টাকা। এককালীন চল্লিশ হাজার টাকা। আর মাসে ৫ হাজার টাকা করে এক বছরে ৬০ হাজার টাকা দিতে হবে। একজন একাধিক শেয়ার নিতে পারবে। আগামী শীতের আগে রিসোর্ট চালু হবে বলে জানায় উদ্যোক্তা অরগানাইজেশন টিম।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here