সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের আসক্তি নিয়ে দায়ের করা ২৫টি মামলার জন্য মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে জানিয়েছেন এক ফেডারেল বিচারক।
জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহার নিয়ে শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যঝুঁকি গোপন রাখতে মেটার প্রচেষ্টা পরিচালনা করেছিলেন। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ইভন গনজালেস রজার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাকারবার্গের বিরুদ্ধে আনীত এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
বাদীপক্ষ মেটার এই সহ-প্রতিষ্ঠাতাকে গাইডিং স্পিরিট বা ‘ মূল অনুপ্রেরণাদায়ী’ বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, তিনি এই ঝুঁকির বিষয়ে বারবার আনীত সতর্কতাকে উপেক্ষা করে গেছেন এবং জনসম্মুক্ষে এর প্রভাব তেমনভাবে তুলে ধরেননি।
তবে, জাকারবার্গ এক্ষেত্রে কী ভুল করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য খুঁজে না পাওয়ায় মামলার বিচারক বলেছেন, তাকে দোষী সাব্যস্ত করতে ‘কোম্পানিটির কর্পোরেট কার্যক্রমে স্রেফ তার নিয়ন্ত্রণ থাকার’ বিষয়টি যথেষ্ট নয়। জাকারবার্গ দায় থেকে ব্যক্তিগত ছাড় পেলেও বিজ্ঞ বিচারকের এই রায় মেটার বিরুদ্ধে আনা অভিযোগের উপর প্রভাব ফেলবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য অ্যারিজোনা, কলোরাডো, কানেক্টিকাট, জর্জিয়া, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভাইনিয়া, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ভার্জিনিয়া ও উইসকনসিনের আইনে মামলার বাদীপক্ষ অভিযোগ এনেছে।
শুক্রবার এ মামলায় বাদীপক্ষের প্রতিনিধিত্ব করা আইনি সংগঠন ‘মোটলি রাইস’-এর আইনজীবি প্রেভিন ওয়ারেন বলেছেন, ‘টেক জায়ান্ট কোম্পানিটি যে জেনেশুনে শিশুদের নিরাপত্তার চেয়ে আর্থিক লাভকে প্রাধ্যান্য দিয়েছে, এর সত্য উদঘাটন করতে’ তার মক্কেলরা প্রমাণ সংগ্রহ করা চালিয়ে যাবে।
এই ২৫টি মামলা হলো সেই শতাধিক মামলার মধ্যে একটি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিশু, পরিবার ও স্কুলের পক্ষ থেকে মেটা, গুগল, টিকটক ও স্ন্যাপচ্যাটের কাছে সোশাল মিডিয়া আসক্তির বিপরীতে বাদীপক্ষ ক্ষতিপূরণ দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে মেটার বিরুদ্ধে এমন মামলা চলমান রয়েছে। মামলায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং শিক্ষা ও দৈনন্দিন জীবনে নানা ধরনের বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করা হয়েছে।
তথ্যসূত্রঃ রয়টার্স