বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য ৫৪ ব্যক্তিকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে (সিআইপি-শিল্প) নির্বাচিত করতে যাচ্ছে সরকার।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সুপারিশের জন্য তালিকাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে শিল্প মন্ত্রণালয়। আগামী ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় এই তালিকা চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শিল্প মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবনায় দেখা যায়, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪ অনুযায়ী পদাধিকার বলে সিআইপি (শিল্প) মনোনয়নের সুযোগ ১০ জন থাকলেও ছয়জনের নাম প্রস্তাব করা হয়েছে।
উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বৃহৎ শিল্প (উৎপাদন) খাতে সিআইপি ২০ জনের জায়গায় প্রস্তাবনায় ২২ জনের নাম প্রস্তাব করা হয়েছে।
বৃহৎ শিল্প সেবায় পাঁচজন, মাঝারি শিল্প (উৎপাদন) খাতে ১২ জন, মাঝারি শিল্প (সেবা) খাতের একজন, ক্ষুদ্র শিল্প (উৎপাদন) খাতের তিনজন, ক্ষুদ্র শিল্প (সেবা) খাতের এক, মাইক্রো শিল্প খাতে দুইজন এবং কুটির শিল্প খাতে দুইজন সিআইপি শিল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত ব্যক্তিদের ঋণ সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংক, কর সম্পর্কিত তথ্যের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, বৈদেশিক ক্রেতা-বিক্রেতার সাথে শিল্প বিরোধ সংক্রান্ত তথ্যের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, ফৌজদারি অপরাধ থাকলে এ সংক্রান্ত তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শেয়ার সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ আ্যন্ড এক্সচেঞ্জ কমিশনে চিঠি পাঠানো হয়।
২০২১ সালের জন্য মনোনীত এ সিআইপিরা এক বছরের জন্য পরিচয়পত্র পাবেন, যা দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন তারা। সিআইপিরা কার্ড পাওয়ার পর থেকে এক বছরের জন্য ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে তারা অগ্রাধিকার পাবেন।
সহজে ভিসা পাওয়ার জন্য তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং সচিবালয়ে প্রবেশের পাস পাবেন তারা। সরকারি হাসপাতালে স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসাসেবা গ্রহণে অগ্রাধিকার পাবেন।
এ ছাড়া সরকার শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটিতে সিআইপিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। বিদেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি নীতিনির্ধারকদের সাথে তারা বৈঠকের সুযোগও পাবেন।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা