লালমনিরহাটের কালেক্টরেট মাঠে আজ ২২ ফেব্রুয়ারী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২০- এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশনের আয়জনে মেলাটি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

এ মেলায় মোট ৫২ টি স্টল স্থান পেয়েছে। সারাদেশ থেকে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছে তাঁদের স্টলের মাধ্যমে। ক্রাফট ভিশন এবং নীলমাধব হ্যান্ডিক্রাফট স্টলে পাট জাত পণ্য দিয়ে সাজিয়েছেন। পাটের শিকা, ব্যাগ, টেবিল ম্যাট, পাটের টুপি, ক্যাফ, বিভিন্ন ধরনের পাটের শো-পিস, লেডিস ব্যাগ ইত্যাদি। দিনাজপুর থেকে নারী উদ্যোক্তারা তাদের হাতে নানা ধরনের ছোট-বড় ম্যাট দিয়ে আঞ্চলিক এসএমই পণ্য মেলার স্টলগুলো ভরপুর করে তুলেছেন।

আশার আলো, হস্তশিল্পের নানা ধরনের হ্যান্ডিক্রাফট পণ্য, জুয়েলারি বক্স, চাদর, বিভিন্ন রকমের শাড়ি, ঝুলন্ত শো-পিস, নানা ধরনের পাটের পুতুল, পাটের ব্যাগ, কুশন কভার, প্রজাপতি শো-পিস, পাটের আয়না, কাগজের ওয়ালম্যাট তাঁদের স্টলে সাজিয়ে বসেছে।

বিত্তহীন মহিলা সংস্থা, তাদের স্টলে, বাঁশের ব্যাগ, বড় জুয়েলারি ব্যাগ, বঙ্গবন্ধুর প্রতিকৃতির ছবি (কাঠের উপর খোদায় করা), পুতির বিভিন্ন ধরনের শো-পিস, বিভিন্ন খেলনা সামগ্রী, চুড়ি রাখার হাতল,পুথি-পাথর দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা, যা তৈরি করেছেন নারী উদ্যোক্তারা।

অপরাজিতা নারী মার্কেটে, নারী উদ্যোক্তারা বিষমুক্ত কৃষি খাদ্য-পণ্য তাদের স্টলে সাজিয়ে বসেছে। মুড়ি, তিলের নাড়ু, চালের গুড়া, হলুদ, গুড়া মরিচ বিভিন্ন ধরনের কৃষিপণ্য নিয়ে নারী উদ্যোক্তারা স্টল দিয়েছেন। এছাড়া লুঙ্গি, বিভিন্ন ডিজাইনের শাড়ি নিয়ে এসেছে এসএমই মেলায়।

পুরুষ উদ্যোক্তারা স্টলে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের আলমারি, মেঝের টাইলস ইত্যাদি। হাজার হাজার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মেলায় উদ্যোক্তাদের পণ্য দেখছেন, পছন্দের পণ্য ক্রয় করছে এবং কিভাবে তরুণ উদ্যোক্তা হওয়া যায় উদ্যোক্তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ধারণা নিচ্ছেন।

মেলায় প্রধান অতিথি হিসেবে মোঃ আবু জাফর, জেলা প্রশাসক,লালমনিরহাট এবং বিশেষ অতিথি হিসেবে অ্যাড. মোঃ মতিয়ার রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট; উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন আবিদা সুলতানা, পিপিএম পুলিশ সুপার, লালমনিরহাট; অ্যাড. সফুরা বেগম রুমি, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, লালমনিরহাট; মোঃ সিরাজুল হক, সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট; ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সিরাজুল হক বীর প্রতীক, লালমনিহাট।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লালমনিরহাট। উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মেলাটি ২২ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০ ঘটিকা হইতে রাত ৮ ঘটিকা পযর্ন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকিবে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here