সমাজ উন্নয়নে অবদান রাখায় রাজশাহীতে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জয়িতা অন্বেষণে বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জানানো হয়।
তারা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাবনা জেলার কেয়া ইসলাম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজশাহী জেলার ড. সাঈদা আঞ্জু, সফল জননীতে পাবনার মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জয়পুরহাট জেলার মৌসুমি আকতার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রাজশাহীর মর্জিনা পারভীন।
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।
প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আকতার রেণী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।
সম্মাননা জানানো পাঁচজনকে সনদ, স্মারক ও ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা