রাজশাহীতে ১৫ দিনের বিভাগীয় বৃক্ষমেলা শুরু

0

রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ শুরু হয়েছে। বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এবং মেট্রোপলিটান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আয়োজনটিতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল।  বক্তারা শিক্ষার্থীসহ সকলকে একটি বনজ, একটি ফলদ এবং একটি ঔষধী এভাবে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলার প্রচারণায় র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয়।

বিভাগীয় বৃক্ষমেলা ২০২২-এ ৬২টি স্টলে রয়েছে দুইশর বেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধীসহ বাহারী গাছের চারা।

মেলার শুরুর পর থেকেই প্রতিটি স্টলে ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। প্রথমদিন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের সাথে উদ্যোক্তা বার্তার কথপোকথনে আদিব নামের এক শিক্ষার্থী বলেন, “আমি এবং আমার দুই বন্ধু মেলাতে এসেছি অনেক কৌতূহল নিয়ে। কী কী আনকমন গাছ রয়েছে সেগুলো খুঁজছি। ভালো লাগছে, কিছু চারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ আয়োজন করেছে সামাজিক বন বিভাগ এবং সহযোগিতায় আছে রাজশাহী জেলা প্রশাসন। বৃক্ষমেলায় গাছের স্টল ছাড়াও পাঁচটি স্টল রয়েছে যেখানে খাবার, পোশাক, পাটের ব্যাগ, বান্দরবানের থামি কাপড়ের ব্যাগ এবং প্লাস্টিক পণ্য পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা পর্যন্ত।

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here