রাজশাহীতে ড্রামা কুইনস-এর গ্র্যান্ড গেট-টুগেদার

0

রাজশাহীর অন্যতম গার্লস গ্রুপ ড্রামা কুইনস এর তৃতীয় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩ মার্চ) দুপুর ১২টায় নগরীর শাহ ডাইং কনভেনশন সেন্টারে আয়োজনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

২০১৮ সালে জান্নাতুল ফেরদৌস পিয়ার উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু। বর্তমানে জান্নাতুল ফেরদৌস পিয়া সংগঠনটির অ্যাডমিনের দায়িত্বে রয়েছেন। মডারেটর হিসেবে রয়েছে স্বর্না, তানিজ এবং নিশাত।

বর্তমানে সংগঠনটিতে ১২ হাজারের অধিক সদস্য রয়েছে। যার মধ্যে হাজারেরও বেশি উদ্যোক্তা, প্রায় দেড়শো জন সেলার কোড প্রাপ্ত উদ্যোক্তা যারা গ্রুপটিতে সেল পোস্ট এর মাধ্যমে তাদের বিক্রি বাড়িয়ে লাভবান হচ্ছেন।

ড্রিমস বাই আরমান ইভেন্ট, জুলি’স কিচেন, তিলোত্তমাসহ ৩৫ জন উদ্যোক্তার প্রতিষ্ঠান ড্রামা কুইনস এর গ্র্যান্ড গেট-টুগেদার স্পন্সর করেছে।

সংগঠনটির তৃতীয় মিলনমেলায় অংশ নিয়েছিলেন ১০০ সদস্য। এতে ছিল র‌্যাম্প শো, স্পন্সরশিপ নেওয়া উদ্যোক্তাদের পরিচিতি ও বক্তব্য, গেমস, গেমে বিজয়ীদের পুরষ্কার, স্পন্সরশিপ উদ্যোক্তাদের জন্য ক্রেস্ট, কেক কাটাসহ নানা আয়োজন। বিকেল পাঁচটায় ড্রামা কুইনস এর তৃতীয় মিলনমেলার আনুষ্ঠানিকতা শেষ হয়। উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন পার্লার ওনার অ্যাসোসিয়েশন এর সভাপতি রুখসানা হুদা ও ড্রামা কুইনস এর এডমিন জান্নাতুল ফেরদৌস পিয়া।

আয়োজন শেষে তিনি উদ্যোক্তা বার্তাকে বলেন, “আমাদের তৃতীয় মিলনমেলা অনুষ্ঠিত হলো। ১২ হাজার সদস্যের গ্রুপটিতে অসংখ্য উদ্যোক্তা রয়েছেন। আমরা তাদের সেল পোস্ট করার সুযোগ দিয়ে থাকি যাতে তারা উপকৃত হন। তবে এজন্য তাদের পেমেন্ট করতে হয় না। তাদের উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। আগামীতে উদ্যোক্তাদের নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। যা ধীরে-ধীরে আমরা সামনে আনবো। আশা রাখছি আমাদের জার্নিতে সকলে পাশে থাকবেন।”

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here