রাজশাহী মহানগরীতে দু’দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’। মঙ্গলবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসাঃ নূরজাহার বেগম।
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। আয়োজনে মুখ্য আলোচক ছিলেন রুয়েট এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসি) বিভাগের প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া।
স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা ও তাদের করণীয় বিষয়ে অতিথিরা তাদের মতামত তুলে ধরেন।
কলেজিয়েট স্কুলের মাঠ জুড়ে চারটি প্যাভিলিয়নে নবীন উদ্ভাবকরা তাদের উদ্ভাবন ও উদ্ভাবনী পণ্যে স্টল সাজিয়েছেন। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আয়োজনে অংশ নিয়ে তাদের সেবাগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরছেন।
কীভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা আয় করা যায় সেসব যুগোপযোগী বিষয়েও ধারণা দিতে মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা সফল ফ্রিল্যান্সাররা।
এছাড়াও মেলায় পোশাক, খাবার, গ্রোসারি এবং হোম ডেকর আইটেমের স্টল রয়েছে। ১৫ এবং ১৬ নভেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। রাজশাহী জেলা প্রশাসসের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা