রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে রাজশাহী প্রশাসনের মতবিনিময়

0

রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আসন্ন রমজান উপলক্ষে রাজশাহীর প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার রাজশাহী চেম্বারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এন‌ডি‌সি।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মো: রশীদুল হাসান পিপিএম, মেট্রোপলিন পুলিশ কমিশনার আনিসুর রহমান ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

সভায় প্রশাসনের কর্মকর্তারা পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তারা বলেন, ব্যবসায়ীরা যদি সচেতন হন তাহলে প্রশাসনের কঠোরতা প্রয়োজন হয় না। তবে যারা অসাধু উপায় অবলম্বন করবেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অনেকে মতামত জানিয়ে বলেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা অনিয়ম করলে তেমন একটা ফল ভোগ করতে হচ্ছে না, কিন্তু ছোট ব্যবসায়ীদের হাজার-হাজার টাকা জরিমানা দিতে হয়। আমরাও সচেতন থাকবো, পাশাপাশি প্রশাসন যেন আসল অনিয়মকারীদের দিকে দৃষ্টি দেয়।

আলোচনা সভা শেষে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রাজশাহীতে প্রথমবারের মতো হয়ে যাওয়া হলিডে মার্কেটের ক্রেতাদের মন্তব্যের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানের হাতে সনদ তুলে দেওয়া হয়। সেখানে প্রথম পুরষ্কার অর্জন করেন ডেইলি এমকেএস এর স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুস সামাদ, দ্বিতীয় রাজশাহী ক্যাটারিং এর স্বত্ত্বাধিকারী মোঃ শামিউল আহম্মেদ শামিম এবং তৃতীয় স্থান অধিকার করেন সেলাই এর স্বত্ত্বাধিকারী জামিলা আফসারী আলম প্রীতি। ভলান্টিয়ার হিসেবে সেরা পুরষ্কার পেয়েছেন উম্মে হামিদা শিখা।

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here