একাডেমি ফর উইমেন অন্ট্রাপ্রেনরস (এডব্লিউই) এর সাবেক প্রশিক্ষণার্থীদের জন্য প্রথমবারের মতো উদ্যোক্তা মেলার আয়োজন
বুধবার ৩ জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর ব্রেন ফ্ল্যানিগান ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমি ফর উইমেন অন্ট্রাপ্রেনরস (এডব্লিউই) এর সাবেক শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রথম মেলার উদ্বোধন করেন।এডব্লিউই, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, পেশাদার নেটওয়ার্ক, সফল ব্যবসা চালু এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক দক্ষতার প্রশিক্ষণ দিয়ে থাকে।
এই মেলা শুধুমাত্র বাংলাদেশের এডব্লিউই এর সাবেক শিক্ষার্থীদের জন্য। অনুষ্ঠানটি প্রোগ্রামের প্রাথমিক দুটি দল থেকে অংশগ্রহণকারীদের সমন্বয়ে ৩ ও ৪ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।মেলা চলাকালীন সিলেট, খাগড়াছড়িসহ গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকা থেকে ৩৫ জন নারী উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য ও পরিষেবা প্রদর্শন করবেন। আয়োজনটি উদ্যোক্তাদের গ্রাহক ও দর্শনার্থীদের কাছে তাদের ব্যবসা উপস্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহের পাশাপাশি নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বৃদ্ধির সুযোগকে উৎসাহিত করবে।
স্টেট ডিপার্টমেন্টের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো দ্বারা অর্থায়িত একটি বিশেষ কর্মসূচি এডব্লিউই ২০২২ সালে বাংলাদেশে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই কর্মসূচি দেশব্যাপী ১৪০ জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রাপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয়ভাবে কাজ করে থাকে।