প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, ‘পাট শিল্প দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক কদর। পাটের উন্নত ব্যবহার আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হবে। পাট আমাদের অর্থনীতির লাইফ লাইন।’

‘এ মেলার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা লাভবান হবেন। পাশাপাশি পাট ও শিল্প মন্ত্রণালয় একসঙ্গে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে কাজ করবে।’

আমাদের দেশের পাটপণ্যের উদ্যোক্তাদের বিদেশে রপ্তানির আগে দেশীয় বাজারের প্রতি মনোযোগী হতে হবে। আর্থিক সক্ষমতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পেলে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। ক্ষতিকর পলিথিনের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে প্রতিদিন ১ লাখ পিস পাটের তৈরি ‘সোনালী ব্যাগ’ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি, খুব শিগগিরই পাটের ব্যাগ বাজারে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে।’

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here