মেলবোর্নে বাংলাদেশি নারীদের ‘সিস্টারহুড ফেস্ট’

0

৭ অক্টোবর (শনিবার) অস্ট্রেলিয়ায় বসবাস করা বাংলাদেশি নারীদের ফেইসবুক গ্রুপ ‘অজি বাংলা সিস্টারহুড’ এর বার্ষিক অনুষ্ঠান ‘সিস্টারহুড ফেস্ট’ মেলবোর্নের উইলিয়ামসটাউন টাউনহলে অনুষ্ঠিত হয় এই ফেস্ট।

ফেইসবুক গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন মেলবোর্নের মিষ্টি মেয়ে জান্নাত ফেরদৌস ২০১৫ সালে এক মন খারাপের বিকেলে হুট করে গ্রুপটা খোলেন।

মা-বাবা আত্মীয়-পরিজন রেখে বাংলাদেশ থেকে আসা মেয়েদের প্রবাসের কষ্টকর জীবনে মনের কথা বলার একটা আপন জায়গা হোক, যেখানে সবাই সবার সুখ-দুঃখ আনন্দ-বেদনা ভাগাভাগি করে নেবে এই চিন্তা থেকে। জান্নাতের সেই গ্রুপের সদস্যসংখ্যা এখন ১৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন প্রতিদিনের পোস্ট অনুমোদন ও মান তদারকির জন্য রয়েছেন ৬ স্টেট থেকে ৬ মডারেটর।

এর বৈশিষ্ট্য হলো এই গ্রুপ বাংলাদেশ থেকে আসা সব নারীদের পরম আস্থার একটা জায়গা। কেউ চাকরি খুঁজছেন, নতুন ব্যবসাতে পা দেবেন, কেউ পড়াশোনা করতে চান, কোন বিষয় ভালো হবে বা কেউ সন্তান লালন-পালন করতে হিমশিম খাচ্ছেন, এখন কী করবেন? জানতে চেয়ে স্ট্যাটাস দেন, শত শত মন্তব্যে হরেক রকম সমাধান হাজির, বেছে নেন আপনার পছন্দমত।

এছাড়া কারো পার্টনার খারাপ ব্যবহার করছে, দিনের পর দিন গৃহস্থালি বা মানসিক নির্যাতনের শিকার, আইনি সাহায্য লাগবে, কারো সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন, কীভাবে কাজে যাবেন, মা-বাবা দেশ থেকে আসবেন, পরিচিত কাউকে খুঁজছেন, কারো কোন শারীরিক সমস্যা বা অসুস্থতা, ডাক্তারি পরামর্শ, মন খুবই বিষণ্ন, কীভাবে ভালো হবে? সন্তান কথা শোনে না, কী উপায়? আর্থিক সমস্যা, সমাধান কী? থাকার জায়গা নেই, কোথায় যাবে? ভালো আইনজীবি বা কাউন্সেলিং কোথায় পাবেন? কোন ইউনিভার্সিটি বা স্কুল ভালো, ড্রাইভিং শিখবেন কোথায় বা ভয় দূর করবেন কী করে ইত্যাদি শেষ না হওয়া হাজারটা সমস্যার সমাধানে এই গ্রুপ কার্যকরি ভূমিকা রাখছে। কেননা এখানে রয়েছে সব ধরনের পেশার মানুষ, যারা আন্তরিকতা নিয়ে দেশি নারীদের দিকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ব্যবসায়ী ও উদ্যোক্তা নারীদের উৎসাহ দেওয়ার জন্য আছে পণ্য রিভিউ নিয়ে পোস্ট, কারো কোন বিশেষ নকশা বা রঙের পোশাক বা কোন দেশি খাবার চাই, সেটা কোথায় পাবেন জানতে চেয়ে পোস্ট, তারপর কমেন্টসে পাওয়া যাবে সমাধান। এছাড়াও পোস্ট হয় সচেতনতামূলক প্রবন্ধ, ধর্মীয়কাজে কীভাবে উৎসাহ বাড়ানো যায়, সামাজিক গল্প ও কবিতার পাশাপাশি কৌতুক বা মজার পোস্ট। রয়েছে অভিযোগ জানানো পোস্টও, যেন অন্য নারীরাও সচেতন হয়। ৮০০ বাংলাদেশী নারীদের এই মিলনমেলা অত্যন্ত জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here