৭০ জন নারীকে সম্মানিত করলো হাসান মিঠাই ঘর বিক্রমপুর। শনিবার (১১ মার্চ) রাজধানীর মিরপুরের একটি রেস্তোরায় তাদের সম্মানিত করা হয়। সেসময় নারী উদ্যোক্তারা তাদের সাফল্যের কথা তুলে ধরেন। উদ্যোক্তা হবার পথে চ্যালেঞ্জ মোকাবেলায় একে অন্যক পরামর্শও দেন।
সম্মানিত ৭০ জন নারীর প্রায় সবাই অনলাইন পেজের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছেন। বেশি মুনাফা না করে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার তাগিদ দেন তারা। একই সাথে ক্রেতাদের সাথে সদ্ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
হাসান মিঠাই ঘর বিক্রমপুরের স্বত্ত্বাধিকারী হাসান আলম জানান: ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী ও উদ্যোক্তাদের কাজের উৎসাহ ও সম্মানিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের উৎসাহিত করা।
অনুষ্ঠানে ৭০ জন নারী উদ্যোক্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ১১ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্যোক্তাদের অংশগ্রহণে মুখরিত ছিল।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা