রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো ৩৫ নারী উদ্যোক্তার অংশগ্রহণে উদ্যোক্তা মিলনমেলা। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত ছিল।
উদ্যোক্তা মেলার সদস্য সিন্ধি নিগার বলেন, “আমাদের মিলনমেলার মূল উদ্দেশ্য হলো সব উদ্যোক্তা তাদের পরিবার-পরিজনকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে কিছুটা আনন্দময় সময় কাটানো। পাশাপাশি যার যার পণ্যসহ এক সাথে বসে নিজেদের উদ্যোগ সামনে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সম্পর্কে আলোচনা করা।
মিলনমেলায় অংশ নিয়েছিলেন সিন্ধু, পেপেলিশ ফ্যাশন, সোনামণি কালেকশন, দ্যা বেকিং লাউঞ্জ, প্রচ্ছদ, আনকোরা বাই রেদরো, পিওনি, ইলুয়া, তাজ এন্টারপ্রাইজ, কিডোরেবল, মৈত্রী, দ্যা সাফিনাজ কিচেন, ফুড ভ্যান, বিউটিস গ্লো, মডার্ন ফ্যাশনসহ বিভিন্ন উদ্যোগের উদ্যোক্তারা।
মেলায় নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। শাড়ি, কামিজ, থ্রিপিস, বিছানার চাদর, বাচ্চাদের জামা, পান্জাবি, কসমেটিকস, জুয়েলারি এবং ঘি ও ঘরে তৈরি নানা খাবার নিয়ে মিলনমেলায় অংশগ্রহণ করেছেন তারা।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা