মাস্টারকার্ড-এর চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

0

ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪: কার্ড ইস্যুয়িং এবং অ্যাকুয়্যারিং সেগমেন্টে অসাধারণ ব্যবসায়িক সাফল্য ও ইনোভেশনের জন্য, এই বছর মাস্টারকার্ড থেকে চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক।  

১৬ নভেম্বর ২০২৪ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ – লিডিং বাই রেজিলিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানে— ক্রেডিট বিজনেস (ডমেস্টিক); ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল); কন্ট্যাক্টলেস ইস্যুয়িং এবং কন্ট্যাক্টলেস পিওএস অ্যাকুয়্যারিং শ্রেণিতে পুরস্কার অর্জন করে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়াও ব্যাংক, ফিনটেক, মার্চেন্ট এবং বিভিন্ন শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এ অনুষ্ঠানে অংশ নেন।

পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম আর. এফ. হোসেন বলেন, “মাস্টারকার্ড থেকে টানা কয়েক বছর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সমগ্র ইন্ডাস্ট্রিতে কার্ড ইস্যু ও অ্যাকুয়্যারিং ব্যবসায় আমাদের দক্ষতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্ভাবনের প্রতি আমাদের একাগ্রতারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আমাদের আকর্ষণীয় কার্ড অফার এবং সুবিস্তৃত অ্যাকুয়্যারিং, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে, যা আমাদের মার্কেট শেয়ার আরো জোরদার করছে। আমরা গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসায়িক ধারা বজায় রাখতে নতুন নতুন উদ্ভাবনী সেবা দিতে থাকবো। আমাদের পণ্যের প্রতি বিশ্বাস রাখার জন্য এবং আমাদের সেবাদানের সুযোগ করে দেওয়ার জন্য আমরা গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৬১টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here