মানুষের সাথে প্রাণীর কনফ্লিক্ট দূর করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনের পরিমাণ কমলে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসবে। বন্যপ্রাণী আমাদের আবাসে চলে আসলে তা আমাদের জন্য নিরাপদ না প্রাণীদের জন্যও না। একটি হাতিকে শেরপুরে মেরে ফেলা হয়েছে বিদ্যুতায়িত করে। তারপর সেই হাতিরা রাস্তায় এসে প্রতিবাদ জানিয়েছে। আমাদের হাতি বাঁচাতে হবে মানুষের সাথে প্রাণীর এই কনফ্লিক্ট দূর করতে হবে।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বেইলিরোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে বন অধিদপ্তরের উদ্যোগে ‘আজকের তারুণ্য বাচাবে অরন্য’ প্রতিপাদ্যেওয়াল্ড লাইফ অলিম্পিয়াডের জাতীয় পর্ব এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, জুলাই আগস্টের বিকল্প ধারা শুধু মানুষকে কেন্দ্র করে নয় প্রকৃতি কেন্দ্রীক ও করতে হবে। আমরা যদি জলবায়ু পরিবর্তন রোধ না করতে পারি তাহলে ৫০ ভাগ জীববৈচিত্র নষ্ট হয়ে যাবে। এসময় তিনি কয়লা, তেলসহ জীবাশ্ম জ্বালানী উত্তলন যা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলে তা থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে জীবনধারণে ভোগবাদ বাদ দেয়ার আহবান জানিয়ে বলেন, জীবন সম্পর্কে ভিন্ন ভাবে ভাবতে হবে। জীবনধারণে ভোগবাদ দিতে হবে আনন্দ হবে না তা না তবে ভোগবাদকে কমিয়ে আনতে হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার ও শব্দ দূষণ রোধে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড.ফারহিনা আহমেদ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here