কোভিড-১৯ প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য সুরক্ষাসামগ্রী দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সুরক্ষাসামগ্রী ফেস শিল্ড ও ডিসইনফেকশন চেম্বার দেয়া হয়।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে এ সুরক্ষাসামগ্রী তুলে দেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা