কোস্টগার্ড দক্ষিণ জোনের উদ্যেগে ভোলায় মেহনতি মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে খেয়াঘাট রোডস্থ প্রধান কার্যালয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান বিদ্যানন্দের যাকাতের টাকার অর্থায়নে ৪টি মাছ ধরার নৌকা, ১টি সেলাই মেশিন, ২টি ছাগল ও ২টি ভ্যান গাড়ি ৮ জেলে পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপকূলীয় অঞ্চলের প্রত্যন্ত এলাকার মেহনতি জেলেদের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা