রাজধানীর বংশাল থানা এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত অসহায় পরিবার ও কর্মহীন মানুষকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা ঈদ উপহার দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানার পুলিশ সদস্যরা।

শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকিরের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে বংশাল থানা এলাকায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির পরিবার ও আইসোলেশনে থাকা এমন ৮৫টি পরিবারকে ঈদ উপহার বাসায় পৌঁছে দেওয়া হয়।

অসহায় পরিবারদের ঈদ উপহার দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বংশাল উদ্যোক্তা বার্তাকে বলেন, করোনা ভাইরাসের কারণে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে মেহনতি মানুষের অবস্থা খুবই খারাপ। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে খাদ্য সহায়তা চেয়েছেন। আমরা সাধ্যমত তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।

পবিত্র ঈদের খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে থানার অফিসার ও ফোর্সদের ঈদের বোনাসের কিছু অংশ ও যাকাতের টাকা দিয়ে ৮৫ পরিবারের বাসায় ঈদ উপহার পৌঁছিয়ে দিয়ে এসেছি। এতে উক্ত পরিবারবর্গ কিছুটা আনন্দিত হয়েছেন।

এছাড়াও থানা এলাকায় ফুটপাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে বলে জানান তিনি।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here