করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশে চলমান সাধারণ ছুটি ও জেলায় জেলায় লকডাউন ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন । ফলে কর্মজীবীরা একদিকে যেমন হয়ে পড়েছে কর্মহীন অন্যদিকে তারা মুখোমুখি হচ্ছে খাদ্য সংকটে।
তাই এমন পরিস্থিতিতে ফেসবুক গ্রুপ “পথশিশু”র সহায়তায় রাজধানীর কমলাপুর ও ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় কয়েক শ’ পথশিশু ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে চিত্ত রঞ্জন দাস বলেন, ‘করোনাভাইরাস এমন একটি রোগ, যার এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি। এই ভাইরাসটি প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এ জন্য আমাদেরকেও সচেতন হতে হবে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করি। পাশাপাশি এই দুর্দিনে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। তা না-হলে দেশে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে।’
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পথশিশু ফাউন্ডেশনের ঢাকা মহানগর কমিটির সভাপতি রাজু ও সাধারণ সম্পাদক মাসুম সহ লিটন, আদনান, সালাম, মুন্না, আয়নাল, মামুন।
পথশিশু গ্রুপের প্রতিষ্ঠাতা নয়ন অরণ্য জানান, চিত্ত রঞ্জন দাসের মত প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর যদি নিজ নিজ এলাকার পথশিশু ও ছিন্নমূল মানুষের সাহায্যার্থে এগিয়ে আসে তবে বদলে যাবে সমাজের চিত্র।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা