করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুর্গত চার হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার ডিএমপি কমিশনারের পক্ষে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা গুলশানের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে করোনা দূর্গতদের মাঝে এই ঈদ উপহার সামগ্রীর একাংশ বিতরণ করেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী তারা ডিএমপি কমিশনার মহোদয়ের ঈদ উপহার সামগ্রীর একাংশ গুলশানের ৫০০টি অভাবী পরিবারের মাঝে বিতরণ করেছেন।

তিনি জানান, এ সময় পুলিশ কর্মকর্তাগণ ও উপহার প্রাপ্তরা যথাযথ স্বাস্থবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখেন।

পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ও গুলশানের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে ম্রিয়মাণ ঈদের আনন্দ। তাছাড়া দুমাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি থাকার কারণে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে আসে চরম দূর্ভোগ। তাই ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম করোনা দূর্গতদের মাঝে এই উপহারসামগ্রী পাঠিয়েছেন।

এ সময় গুনশান বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here