ঢাকা উত্তর সিটি করপোরেশেনর (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে জাইকা।
আজ মঙ্গলবার বেলা ১২-৩০টায় নগর ভবনে বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ হায়াকাওয়া ইউহো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই গাউন ১৯০টি, গামবুট ১৯০ জোড়া, গগলস ১৯০টি, গ্লাভস ৭৯০ জোড়া, হ্যান্ড স্যানিটাইজার ৪০টি, মাস্ক ১৪ হাজার ৭০০টি, থার্মোমিটার ৩৯টি, লিকুইড সাবান ৩৮টি, ব্যাগ ১৯০টি।
সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, জাপান ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। জাইকা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।
তিনি হায়াকাওয়া ইউহোকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাকালে জাইকা থেকে পাওয়া এ সকল সামগ্রী পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সুরক্ষা প্রদান করবে।
সুরক্ষাসামগ্রী হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা