কোভিড-১৯ এর প্রভাবে মেহনতি, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং এসোসিয়েশন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স ইন আমেরিকা (এএবিইএ)।

আজ মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স স্টাফ কলেজে দুই শতাধিক পরিবারের মাঝে দেড় হাজার করে নগদ অর্থ দেয়া হয়। যা পরবর্তীতেও অব্যহত থাকবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইন উদ্যোক্তা বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

মেহনতি, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া আরও উপস্থিতি ছিলেন, আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, বিশ্ব আজ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে পৃথিবীর বহু মানুষ কর্মহীন হয়ে পরেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে দুই শতাধিক কর্মহীন ও মেহনতি পরিবারের মাঝে আমাদের এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এই অর্থ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here