মঙ্গলবার থেকে ঢাকায় দু’দিনের ডি-৮ বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো

0

ডি-৮ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮সিসিআই) প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষে আগামী ২৬ ও ২৭ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো ২০২২’ অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডি-৮ সিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানসূচি এবং আয়োজন থেকে প্রত্যাশার কথা জানান। উপস্থিত ছিলেন ডি-৮ সিসিআই সেক্রেটারি জেনারেল আশরাফুল হক চৌধুরী এবং এফবিসিসিআই পরিচালক সুজীব রঞ্জন দাশ।

এই বছরের ফোরামে বাংলাদেশ ও অন্য ৭টি সদস্য দেশ মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যকার ‘ভ্যালু চেইন’-এর ব্যাপক পরিসরের ছয়টি ক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

ক্ষেত্রগুলো হলো: পণ্যসামগ্রী যেমন- খনিজ ও জ্বালানিশক্তি, শ্রম-নির্ভর পণ্য যেমন- বস্ত্র, পোশাক, হালকা প্রকৌশল ও চামড়াজাত পণ্য, শ্রম-নির্ভর সেবা যেমন- পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়ন, অঞ্চল-ভিত্তিক প্রক্রিয়াকরণ যেমন- কৃষি, জলজ-সম্পদ, পশু সম্পদ, জ্ঞানভিত্তিক পণ্য যেমন- ইলেকট্রনিক্স উপাদান, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা সরঞ্জাম উপাদান, লজিস্টিকস ও পরিবহন সরঞ্জাম এবং জ্ঞানভিত্তিক সেবা যেমন- আইসিটিতে পেশাদার সেবা, অর্থনৈতিকখাতে প্রযুক্তি সক্ষমতা, আইআর, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আইওটি, সাইবার সিকিউরিটিজ, দক্ষতা, গবেষণা ও উন্নয়ন।

এছাড়া ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, ডেটা অ্যানালিটিক্স, কাজের ভবিষ্যত এবং প্রয়োগভিত্তিক দক্ষতা ইত্যাদির মধ্যে ডি-৮-এর অংশীদারিত্ব নিয়েও ফোরামে আলোচনা হবে।

ভ্যালু চেইন ইন্টিগ্রেশনে আলোচ্য ক্ষেত্র হিসেবে আরও থাকবে:  হালাল অর্থনীতি, ব্লু ইকোনমি, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, স্টার্টআপ ইকোসিস্টেম, যুব-নারী ক্ষমতায়ন ও এমএসএমই, এডটেক, এগ্রিটেক, হেলথটেক, পণ্যের মান ও সমন্বয়, ক্রস কারেন্সি সোয়াপ, বার্টার সিস্টেম এবং ব্লক চেইন।

কোভিড-১৯  মহামারির ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকি মোকাবেলায় এবং বৈশ্বিক উন্নয়নে সাড়া প্রদানের অংশ হিসেবে কৃষিখাত, উৎপাদন খাত, টারশিয়ারি ও কোয়াটার্নারি খাত জুড়ে ভ্যালু চেইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পিটিএ অনুমোদন ও সম্পৃক্ততার জন্য ডি-৮ সিসিআই একটি কৌশলগত রোডম্যাপ গঠনে কাজ করছে।

অনুষ্ঠানের প্রথম দিন সাধারণ পরিষদে সম্ভাব্য রোডম্যাপ ও এর কৌশলগুলো নিয়ে আলোচনা এবং দ্বিতীয় ডি-৮ মিনিস্ট্রিয়াল পর্যায়ে তা উপস্থাপন করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে।

দুইদিনের আয়োজনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের চেম্বারস অব কমার্সের সভাপতি, প্রতিনিধি দল, বিশিষ্টজন এবং ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করবেন।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here